বিধান চন্দ্র রায়,স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল গোপালপুর উপজেলায় পূঁজা উদযাপন পরিষদের উদ্যোগে জাতীর শোক দিবস উপলক্ষে মৌন শোকসভা ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকাল ১১টায় গোপালপুর কেন্দ্রীয় কালী মন্দিরের সামনে মৌন শোকসভা ও নিবরতা মানববন্ধন এ কর্মসূচী পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পূজা উৎযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র নাথ সরকার বিমল,সাধারন সম্পাদক কিশোর কুমার দে,সাংগাঠনিক সম্পাদক প্রবাস দেবনাথ, সহসভাপতি হিমাদ্র কুমার চন্দ্র ,মকুল চন্দ্র পাল,চিত্তরঞ্জন সরকার,দিলীপ কুমার কুন্ডু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মঙ্গল চন্দ্র দে, সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র কুন্ডু,প্রতাপ চন্দ্র কর্মকার,ভজন
চন্দ্র হোড়,হিমাংশু কুমার,নিরাঞ্জন পাল,প্রাণগোপাল গৌবিন্দ,প্রদীপ ঘোষ,রনজিত ঘোষ, জয়জাত্রা টেলিভিশনের ঘাটাইল প্রতিনিধি বিধান রায় সহ
অন্যান্য নেতৃবৃন্দ।