মেজর (অব.) সিনহা মােঃ রাশেদ হত্যা মামলায় রিমান্ড মঞ্জু হওয়া পুলিশের চার সদস্য ও এইঘটনায় পুলিশের দায়ের হত্যা মামলা তিন সাক্ষীকে রিমান্ডের জন্য নিয়ে গেছে র্যাব। শুক্রবার সকাল ১০টায় ক্সবাজার জেলা কারাগার থেকে র্যাবের একটি বহর তাদের নিয়ে যায়। জেল সুপার মােকাম্মেল হােসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সিনহা হত্যা মামলার এই সাত আসামী হলাে, কনস্টেবল সাফানুল করিম, কনস্টেবল কামাল হােসেন, কনস্টেবল মাে. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী উপপরিদর্শক লিটন মিয়া এবং পুলিশের মামলা তিন সাক্ষী মাে. আয়াছ, নুরুল আমিন ও নাজিম উদ্দিন।
Please follow and like us: