সরকারী নির্দেশ অমান্য করে করোনা কালীন সময়ে কোচিং সেন্টার চালানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ বৃহঃপ্রতিবার (১৩ আগস্ট) সিরাজগন্জের বেলকুচি উপজেলার খালেকের মোড় এলাকায় অবস্হিত প্যাস্টরাল একাডেমীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন। তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, সরকারি আদেশ অমান্য করে করোনা কালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্হ্য বিধি না মেনে ইচ্ছাকৃত ভাবে শতাধিক ছাত্র-ছাত্রীদের স্বাস্হ্য ঝুঁকিতে রেখে এই প্রতিষ্ঠানে নিয়মিত পাঠ দান করা হয়। তাই এই কোচিং সেন্টারের পরিচালককে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
Please follow and like us: