রেজাউল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি, মাননীয় রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এমপি মহোদয় কর্তৃক বিতরণকৃত ফলজ, বনজ ও ঔষধি ২২০ টি বৃক্ষের চারা ৯ নং দেবীডুবা ইউনিয়নের প্যারেন্টস আইডিয়াল কিন্ডার গার্টেন ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে রোপনের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৯ নং দেবীডুবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহাশয় পরেশ চন্দ্র রায় প্রধান, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক এ.বি.এম আশাদুল আলম প্রধান (লিটন), সাংগঠনিক সম্পাদক বাবু অনুপম রায়, ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক শ্রী অবিনাশ চন্দ্র রায় ও বিমল কুমার রায় সহ স্থানীয় আরোও অনেকে।