কৃষিনির্ভর আমাদের এদেশে অল্প পরিমান জমিতে অধিক লাভজনক চাষাবাদের যে প্রচেষ্টা চালানো হচ্ছে তার অন্যতম হাতিয়ার এই তরমুজ।প্রায় সারাবছর চাষ উপযোগি এই পুষ্টিকর ফলটি ইতিমধ্যে কৃষকের আস্থা অর্জন করেছে।তাই এখন মৌসুমের পাশাপাশি অ মৌসুমেও ব্যপক ভাবে চাষ হচ্ছে এই জনপ্রিয় ফলটি।ডুমুরিয়া উপজেলার প্রায় সর্বত্রই ঘেরের আইলে মাচান করে তরমুজ চাষ করছে কৃষকেরা।উপজেলার মাদারতলা গ্রামের কৃষক নিলকোমল বিশ্বাস বলেন,এ বছর তার এলাকায় অনেক কৃষক তরমুজ চাষে আগ্রহী,কারন হিসেবে,
মৌসুম থেকেও বেশি মূল্যপ্রাপ্তি,নিয়মিত বৃষ্টি হওয়ায় সেচ খরচ কম এবং রোগবালাই ও পোকামাকড় মৌসুমের তুলনায় অনেক কম এ কথা উল্লেখ করেন।উপজেলা কৃষি। সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোসাদ্দেক হোসেন বলেন,অফ সিজন তরমুজ চাষ খুবই লাভজনক তাই অল্প সময়ের মধ্যে এটি কৃষকের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে।আমরাও মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ,পরামর্শ এবং মাঠদিবস সহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি।কৃষককে আরও বেশি এ চাষে উৎসাহিত করার জন্য ইতিমদ্ধে কিছু উদ্যোগও নেওয়া হয়েছে।