ঠাকুরগাঁয়ে নতুন করে -২৩ জন করোনা সংক্রমিত রোগী সনাক্ত হয়েছেন।এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো-৫৪৫ জনে, তাদের মধ্যে সুস্থ-২৮৭ জন ও সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী পূর্বে-০৮ জনের মৃত্যু হয়েছে ।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার সর্বশেষ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ নতুন করে সদর উপজেলায় -১১জন,বালিয়াডাঙ্গী-২ জন,রাণীশংকৈল-৪ জন,পীরগঞ্জ-১ জন এবং হরিপুর-৫ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।
Please follow and like us: