দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মতিয়ার রহমান (২৮) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দর চাম্পাতলী বাজারের সামনে ফকিরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মতিয়ার রহমান সৈয়দপুর উপজেলার কোন্দল বাজার এলাকার পশ্চিম পাড়ার মোস্তাকিম হোসেনের পূত্র। দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জি.এম শামসুর নুর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, টাইলস মিস্ত্রি মতিয়ার রহমান দিনাজপুর যাওয়ার পথে ফকিরের মোড়ে এসে পৌছালে রংপুরগামী একটি দ্রুতগামী ড্রাম বহনকারী ট্রাক বিপরীত দিক আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
Please follow and like us: