অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার মান্দার শীব নদীর ঠাকুর মান্দা (দুর্গাপুর) নামক ব্রিজে গোসল করতে নেমে ১০ ম শ্রেণীর এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।আজ শনিবার (৮ আগস্ট) বেলা ১ টার সময় ঠাকুর মান্দা ব্রিজে ৪ জন বন্ধু মিলে গোসল করতে নেমে আশিক নামের সেই ছাত্রটি আর উঠে আসেনি। তার বন্ধুদের কাছ থেকে জানা যায় তারা সবাই ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর আশিক বাদে বাঁকি সবাই নদী থেকে উঠতে সক্ষম হন। নিখোঁজ আশিক বিলকরিল্লা বি এম স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র।
নিখোঁজ আশিক হার কিশোর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে। ছেলেকে হারিয়ে আশিকের মা- বাবা পাগল প্রায়। কিশোর আশিক নিখোঁজ হওয়ায় অত্র এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে মান্দা থানার ওসি (তদন্ত) মোঃ তারেকুর রহমান বলেন, স্কুল ছাত্র পানিতে ডুবে নিখোঁজ হওয়ার খবর পাওয়ায় পর ফ্যায়ার সার্ভিসের ডুবুরি টিমের সাহায্যেও নিখোঁজ আশিককে খুজে পাওয়া যায়নি। সন্ধ্যা ঘনিয়ে আসার কারনে আজকের মত তল্লাশি বন্ধ করা হয়। আগামীকাল সকালে আবার ডুবুরি টিমের সাহায্যে তল্লাশি শুরু করা হবে।