সংস্কারের অভাবে বেহাল বিনগ্রাম থেকে রনবাঘার গুরুত্বপূর্ণ রাস্তাটি। নাটোরের সিংড়া বিনগ্রাম বাজার থেকে রনবাঘা বাজার প্রায় তিন কিলোমিটার রাস্তা একেবারে কাঁচা। এটিকে রাস্তা বললেও ভুল হবে। অনেকটা ধান রোপনের উপযোগী। গাড়িতো দূরে থাক এখন মনুষ চলাচলের জন্য অনুপযোগী। সম্প্রতি বর্ষার কারনে রাস্তায় পানি জমে থাকায় মানষুকে চলাচল করতে হচ্ছে এক হাটু কাঁদার মধ্যে দিয়ে। মানুষের চলাচলে কষ্টের যেন অন্ত থাকছে না প্রতিদিন। স্থানীয়রা অভিযোক করে বলেন, অনেকবার রাস্তার কাজ শুরু হবে হবে করে আজও কোন কাজের হদিস মিলছে না। যখন যে সরকার ক্ষমতায় আসে সে দলের প্রতিনিধিরা প্রতিশ্রুতি দেয় মাত্র। কিন্তু তা বাস্থবায়ন হয় না। আব্দুস সালাম (৪৫)ও সোবাহান আলী(৪০) দৈনিক সময়ের সংবাদকে বলেন, রাস্তাটি এতো গুরুত্বপূর্ণ যা বলে বুঝানো যাবেনা। সিংড়া উপজেলার কমকরে হলেও ২৫ থেকে ৩০ টি গ্রামের প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার পথচারি যাতায়ত করে এই রাস্তা দিয়ে। এ বিষয়ে জানতে চাইলে ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান শ্রী তপন কুমার সরকার বলেন,তার নির্বাচনীয় সময়ের মধ্যেই রাস্তার শতভাগকাজ সম্পূর্ণ হবে। স্থানীয় লোকেরা খুবই জোরালো ভাবে মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ(পলক) মহাদ্বয়ের কাছে রাস্তা দ্রত সংস্কারের দাবী জানিয়েছেন। তারা আরো বলেন, রাস্তার করুন দোষার কারনে প্রতিনিয়ত ঘটছে নানা রকমের দুর্ঘটনা।