আমিনুল হক,সিংড়া,নাটোর প্রতিনিধি:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ও চলমান বন্যার প্রভাব সব জায়গাতেই বিস্তার লাভ করছে। প্রভাব পরেছে ধানের বাজারেও। সপ্তাহের ব্যাবধানে ধানের দাম লাগাম বিহীন ভাবে বেরই চলেছে। প্রতিমন ধানে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেরেছে। যার ফলে কৃষকের মুখে ফুটেছে সোনাঝরা হাসি।
নাটোরের সিংড়া উপজেলা জামতলী বাজারে আজ শুক্রবার সকাল উপজেলার বিধিন্ন প্রান্ত থেকে ধান বিক্রির জন্য আসতে শুরু করে। এটি পবিত্র ঈদুল আযহার পরের হাট । তাইতো তুলনামুলক কম ধান এসেছে হাটে। ধান বিক্রেতা আতাউর রহমান(৪৫) দৈনিক সময়ের সংবাদকে বলেন,প্রতিবছরের তুলনায় এবছর ধানের দাম বেশী পেয়ে আমরা সন্তুষ্ট। ধানের অতিরিক্ত চাহিদার করনে আজকে আমার ধান গাড়ী থেকে নামানোর আগেই বিক্রি হয়ে গেছে।
এবছর ধানের বাম্পার ফলন হয়েছিলো আবার দামও পেয়েছিলাম বেশী। অপর পক্ষে বেপারীরা পরেছেন বিপাকে। বেপারী মখলেস বলেন, চলমান বন্যা পরিস্থিতির কারনে মানুষের যাতায়তের অসুভিদা জন্য হটে ধান আনতে পারছে না কৃষক। হাটে ধান কম আসার কারনে আমাদের অধিক দামে কিনতে হচ্ছে ধান। এছারা ধানের চাহিদাও রয়েছে ব্যাপক।