জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির(পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় এবং পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানার এসআই (নিঃ) মোঃ জাকারিয়া খান ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি থানার পৌরসভার এলাকার হরিহরপুর গ্রাম হইতে ০২ বোতল Officers Choice Deluxe Whisky Produce of India মদ উদ্ধার পূর্বক ১। মোঃ রনজু (২৩) পিতা-মোঃ মেজাউল ইসলাম, ২। মোঃ মিনহাজুল ইসলাম (২৪) পিতা-মৃত শুকুর আলী উভয় সাং-ধরঞ্জী, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদ্বয়কে আটক করেন। এবং পৃথক একটি অভিযানে কালাই থানার এসআই (নিঃ) মোঃ জুলফিকার আলী, এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকার বানদিঘি গ্রামের মাত্রাই হইতে ০১(এক) কেজি গাঁজাসহ মোঃ আমিরুল ইসলাম (৩৯), পিতা- মৃতঃ ফজলে হক সরকার, সাং- হাতিয়াদহ, থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা’কে গ্রেফতার করেন।