নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাস নামক বিষাক্ত অদৃশ্য শক্তিকে প্রতিহত করে পৃথিবীর নতুন সূর্যের আলোর প্রত্যাশায় লালমনিরহাট জেলা বাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শাহিনুর ইসলাম শাহিন সাংবাদিক সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তুষভান্ডার ইউনিয়ন শাখা, প্রকাশক দৈনিক দেশরত্ন। তিনি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয় বিশ্বের বিভিন্ন দেশের লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। ইতিমধ্যেই আমাদের দেশেও শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছে। তিনি প্রাণঘাতী করোনা যুদ্ধেরসৈনিক ও যুদ্ধের অস্ত্র হিসেবে সামাজিক দূরত্ব ও বাংলাদেশ সরকারের নির্দেশনা লালমনিরহাট জেলা বাসিকে মেনে চলা’র ও বাড়িতে থাকার অনুরোধ জানান। তিনি আরও বলেন, প্রাণঘাতী করোনা নামক এক অদৃশ্য বিষাক্ত শক্তির দাপটে মানবজাতি আজ বিপন্ন হয়ে পড়েছে। মহান আল্লাহ পাকের নিকট প্রাণঘাতী করোনামুক্ত নতুন একটি পৃথিবী ফিরে পেতে প্রার্থনা করার আহবান জানান তিনি।