মেহেদী হাসান অন্তর মৃধা, চাটমোহর, পাবনাঃ
পাবনার চাটমোহরে সেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নপক্ষ” হতে ঈদ উপলক্ষে অতিদরিদ্র পরিবারের মাঝে আজ (২৪শে মে ২০২০ইং) ঘরে ঘরে খাদ্য দ্রব্য পৌছে দেন সংগঠনটির সদস্যরা। উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব, কে এম বেলাল হোসেন স্বপন এসময়ে উপস্থিত ছিলেন, স্বপ্নপক্ষের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনবা, সাবরিনা খন্দকার স্পর্শ এবং সংগঠনটির সদস্য বৃন্দ। খাদ্য দ্রব্যের মধ্যে ছিল, ১ টি মুরগী, ১ কেজি পোলাউয়ের চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট গুড়া দুধ, ১ টি সাবান। স্বপ্নপক্ষের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাবা, সাবরিনা খন্দকার স্পর্শ বলেন, দেশের ক্রান্তিলগ্ন সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আমাদের এ ক্ষুদ্র উদ্যোগ। দেশের এই ক্রান্তিলগ্নে মানুষদের সহযোগিতা করার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ সামনেও করব।