আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ দিলেন আরো এক পুলিশ সদস্য। তিনি নগরের হালিশহর থানার কনস্টেবল নেকবার হোসেন (৪৫)।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টায় জেনারেল হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় তিন পুলিশ সদস্য মারা গেলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আব্দুর রব বলেন, কনস্টেবল নেকবার তীব্র শ্বাসকষ্ট ছিল। শুক্রবার বিকেলে তাঁকে হাসপাতালে আনার পর আইসিইউতে ভর্তি করা হয়। সকালে মারা যান।
জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে ১০ মে থেকে নেকবার বাসায় ছিলেন। ১৪ মে তাকে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ মে তাঁর নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়।
শুক্রবার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর তাঁকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
Please follow and like us: