নিজস্ব প্রতিনিধি:
পাবনা’র আমিনপুর থানার অন্তর্গত মাসুমদিয়া ইউনিয়ন এর শ্যামসুন্দরপুর (যদুপুর) গ্রামে অবস্থানকারী ২ জনের দেহে করোনা শনাক্ত। আক্রান্ত দু’জন স্বামী-স্ত্রী।
তাদের উভয়ের নাম হলো মোঃ ঝর্ণা খাতুন এবং আব্দুল আলীম। জানা যায় ১০-১২ দিন আগে ঝর্ণা তার স্বামী আব্দুল আলীম কে সাথে নিয়ে ঈদ করতে তার পৃত্রীগৃহে ঘুরতে এসেছে।
সন্দেহবশত তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজকে, সেই নমুনা পরীক্ষার রিপোর্ট এ জানা যায় তারা উভয়ই করোনা আক্রান্ত।
বিষয়টি জানা মাত্রই সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোক গিয়ে করোনা শনাক্তকৃত বাড়িটি সহ আশে পাশের কয়েকটি বাড়ি লক ডাউন করে দেওয়া হয়।
বিষয়টি নিয়ে আতঙ্কে আছেন পুরো মাসুমদিয়া ইউনিয়ন ও সাগরকান্দি ইউনিয়নের এলাকাবাসী। কেননা আক্রান্ত ব্যক্তির অবস্থান দুই ইউনিয়ের বর্ডারে।
তাছাড়া আক্রান্ত দুজন উক্ত এলাকায় আসার পর বাজার-দোকান পাট সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে।