মোস্তাফিজুর রহমান ও সাইফুল ইসলাম আকাশের যৌথ লিখিত কবিতা:
জনহিতৈষী,জনদরদী গর্বিত নেতা
আলী আজম মুকুল
ভোলা ২ আসনের প্রেম বাগানে
সদ্য ফোটা ফুল।
গরীব দুখিনী আর অসহায় মানুষের যেন
বাঁচার একটু আশা
ভোলা ২ আসনে মুকুল মানেই
জনতার ভালোবাসা।
ঝড়-ঝঞ্ঝা ঘূর্ণিবায়ু
অকাল বন্যার ঢল
সব সমস্যা মোকাবেলায়
জোড়-কদমে চল!
করোনা ভাইরাস মহামারিতে
জনগণের পাশে
আলী আজম মুকুল এক নাম
জনকল্যানে আছে।
ঘূর্ণিঝড় আম্পানেও
মুকুলের অবদান
মানবতার ফেরিওয়ালা হয়ে
গাইছে জনতার জয়গান।
Please follow and like us: