নিজস্ব প্রতিবেদক:
নওগাঁ জেলায় সফলভাবে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। RAB-13 অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন শেষে এখন RAB-4 (ঢাকা) অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত ডিআইজি শ্রদ্ধাভাজন মোজাম্মেল হক বিপিএম পিপিএম।
ইনশাআল্লাহ সেরে উঠবেন অগণিত মানুষের এবং “সময়ের সংবাদ” এর পরিবারের দোয়ায়।
করোনা ভাইরাস মোকাবেলায় সব সময় মাঠে থেকেছেন। সাধারণ মানুষকে ঘরে রাখতে নিজে রাস্তায় নেমে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন।তিনি আজ করোনায় সংক্রমিত।
মহান আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের বীর যুদ্ধাকে সুস্থ করবেন দ্রুত। যে মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করছেন, তার বিপদ সাময়িক, নিশ্চয়ই তিনি দ্রুত সুস্থ হবেন। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
Please follow and like us: