শরিফ, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদঃ
অডিও বাজারের বিরহী সম্রাট গায়ক শিল্পী হাসু,ফুলে ফুলে সাজিয়ে গাড়ি, কি ভুলে চলে গেলে,কবিতা এরকম বহু গান গেয়ে শ্রোতাদের মধ্যে জায়গা করে নেয় শিল্পী হাসু, যার জন্মস্থান পাবনার ভাঙ্গুড়ায়।
তিনি দেশের সকল সংগীত শিল্পী, অডিও ভিডিও ইন্ডাস্ট্রি, সকল সংগীত পিপাসু সহ পুরো দেশ বাসীকে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “সময়ের সংবাদ” এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে সময়টা খুবই কঠিন। তবে হাসু চান, এই পরিস্থিতির ভেতরও হাসিমুখে ঈদ উদযাপন করুক বাংলাদেশের মানুষ।
দেশের ক্ষ্যাতনামা সংগীত শিল্পী হাসু বলেন, ‘সবাইকে আমি “সময়ের সংবাদ”এর পক্ষ থেকে ঈদেের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।
পরিবারের সঙ্গে সবাই সময় কাটান, উপভোগ করুন। পরিবারের সঙ্গে এই সময়গুলোও স্মরণীয় করে রাখা উচিত। আমি আশা করব, সব চ্যালেঞ্জ সামলে সবাই হাসিমুখে ঈদ পালন করবে। আশা করি পরিস্থিতি ভালো হবে, আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করব।
এর পাশাপাশি জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করার আহবানও জানান তিনি, ‘আমার মনে হয় না, এখন সময় পরস্পরকে আলাদা করে দেখার যে ওখানে কী হচ্ছে, এখানে কী হচ্ছে।
কারণ সবাই একই বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে এই সময়ে। সবাই এটির সঙ্গে লড়াই করছে। আশা করব, সবাই এই অবস্থা থেকে দ্রুত মুক্তি পাবে। সবাইকে আবারও ঈদ মোবারক।