শরিফ,নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা), সময়ের সংবাদঃ
মানুষ আপন রোগ আপন নয়। ভাঙ্গুড়া উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী এবং দলমত নির্বিশেষে সর্বসাধারণের প্রতি একান্ত অনুরোধ বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাস নিয়ে আমরা সকলেই আতঙ্কিত। আমরা সকলেই এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে চাই। বর্তমান ভাঙ্গুড়ার প্রেক্ষাপটে একটি বিষয় পরিষ্কার যাহারা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে ভাঙ্গুড়ার সন্তান হলেও ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যারা এসেছেন তারাই আক্রান্ত হয়েছেন। সামনে পবিত্র ঈদ আমাদের অনেক সন্তান ভাই বোন আপন জন ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে কর্মরত আছেন। আমি একান্ত বিনয়ের সঙ্গে আপনাদের বলবো আপনাদের পিতা-মাতা ভাই-বোন আত্মীয়-স্বজন এবং এই ভাঙ্গুরা কে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে আপনাদের এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
পাশাপাশি আমরা যারা গ্রাম ইউনিয়ন উপজেলা নেতৃত্ব দেই সেই সকল মানুষকে সামনের ঈদ পর্যন্ত অত্যন্ত সতর্কতার সহিত বিশেষ করে ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে ঈদ করবার জন্য বাড়িতে আসবেন তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে।