ডেস্ক নিউজ:
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাতিল করা হয়েছে। সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
সপ্তাহের শুরুতে শ্রীলঙ্কা সরকার ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড মিলে কলম্বোর হোমাগমায় ৪০ হাজার আসনের নতুন স্টেডিয়াম করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল। বলা হচ্ছিল, এটিই হবে দেশটির সবচেয়ে বড় স্টেডিয়াম।
তবে শ্রীলঙ্কায় যে মাঠগুলো আছে সেখানে যথেষ্ট ম্যাচ না হওয়ায় নতুন স্টেডিয়াম নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার।
নতুন স্টেডিয়াম নির্মাণের কথা শোনেই সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে টুইট করেছিলেন, ‘মাঠ যেগুলো আছে সেখানেই আমরা ঘরোয়া প্রথম শ্রেণি কিংবা আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলি না… আরেকটি লাগবে?’
যার প্রেক্ষিতে মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা, সনাৎ জয়াসুরিয়া, রোশান মহানামাদের সঙ্গে বৃহস্পতিবার সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরই নতুন স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাতিলের ঘোষণা আসে। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।