ডেস্ক নিউজ:
অনুশীলন শুরু করলেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ট্রেন্ট ব্রিজে ক্লোজ ডোর মাঠে ব্যক্তিগতভাবে অনুশীলন সারেন এই পেসার। সেন্টার উইকেটে বোলিং করেছেন, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আনন্দ প্রকাশে ভুলেননি।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ক’দিন আগেই খেলোয়াড়দের ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন শুরুর পরিকল্পনার কথা জানিয়েছিল।
জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে চায় তারা। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ক্রিকেটারদের অনুশীলনের অনুমতি দেওয়া।
বৃহস্পতিবার ট্রেন্ড ব্রিজে অনুশীল করেন ব্রড, অন্যদিকে এজবাস্টনে অনুশীলন করেছেন ক্রিস ওকস। করোনার কারণে ক্রিকেট বন্ধ হওয়ার পর এই দুই ক্রিকেটারই প্রথম মাঠে অনুশীলন করলেন। তাই বলা যায় প্রায় আড়াই মাস প্রথমবার বাইশ গজে বল গড়াল।
মার্চে শেষবার বাইশ গজে বল গড়িয়েছে। ১৩ মার্চ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মধ্যে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। এরপরই করোনার থাবায় বন্ধ হয়ে যায় সব ধরনের ক্রিকেট।
ইনস্টাগ্রামে ব্রড নর্টিংহ্যামের সেন্টার উইকেটে বল করার মুহূর্ত শেয়ার করেছেন।
‘দীর্ঘ প্রতীক্ষার অবসান! মাঠে বল করার জন্যে মুখিয়ে ছিলাম। বাইশ গজে বল করার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে এই সুযোগ করে দেওয়ার জন্যে ধন্যবাদ। করোনাকে হারিয়ে দ্রুত ক্রিকেট শুরুর প্রার্থনা করছি। ’