ডেস্ক নিউজ:
বায়ার্ন মিউনিখে চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছেন জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা গোলরক্ষক মানুয়েল নুয়ের। নতুন চুক্তি অনুযায়ী ক্লাবটিতে ২০২৩ পর্যন্ত থাকবেন তিনি।
বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন ক্লাবটির সঙ্গে বুধবার তার নতুন চুক্তি হয় বলে সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বায়ার্ন অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল।এর মধ্যেই আসলো নতুন চুক্তির ঘোষণা।
নতুন চুক্তি নিয়ে এক বিবৃতিতে নুয়ের বলেন, “করোনাভাইরাসের মহামারির এই অচলাবস্থায় আমি কোনো সিদ্ধান্ত নিতে চাইনি। কেননা কেউই জানত না, কবে এবং কখন বুন্দেসলিগায় ফুটবল শুরু হবে। অনেক আশা নিয়ে আমি ভবিষ্যতের দিতে তাকিয়ে আছি। ক্লাবটিতে আমি খুবই স্বস্তি বোধ করি। ”
গত মাসে জার্মানির প্রভাবশালী সংবাদপত্র বিল্ডে সংবাদ প্রকাশিত হয়, নতুন চুক্তি নিয়ে বায়ার্নের সঙ্গে নুয়ের ও তার এজেন্টের মধ্যে আলোচনা চলছে। খবরে বলা হয়, নুয়েরের চাওয়া পাঁচ বছরের নতুন চুক্তি এবং প্রতি মৌসুমে বেতন ২ কোটি ইউরো।
২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নুয়ের। বলা যায় গোলরক্ষক হিসেবে তার অসাধারণ পারফরম্যান্সের কারণেই চ্যাম্পিয়ন হতে পেরেছে দেশটি।
এ ছাড়া ক্লাব ক্যারিয়ারও সমৃদ্ধ কার। ২০১১ সালে শালকে থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর প্রায় সব শিরোপাই জিতেছেন ৩৪ বছর বয়সী নুয়ের। এর মধ্যে রয়েছে সাতটি বুন্দেসলিগা, পাঁচটি জার্মান কাপ শিরোপা। আর ২০১৩ সালে জেতেন ইউরোপীয় ক্লাব ফুটবলে সবচেয়ে সম্মানজনক শিরোপা চ্যাম্পিয়নস লিগ।