রাফিয়াত রশীদ মিথিলাকে ঘিরে আছেন আরও তিন অভিনেত্রী। আঙুলের ইশারায় খুশির খবর শেয়ার করছেন তারা। মিথিলাও আঙুল দিয়ে নিজের বেবি বাম্প দেখাচ্ছেন। আর পুরো ঘটনাটি দেখা যাবে ঈদুল ফিতরে।
মজার নাটকটির নাম ‘দুষ্টু ছেলের দল’। পরিচালনা করেছেন রেদওয়ান রনি। তার সঙ্গে যৌথভাবে নাটকটি লিখেছেন আদনান আল রাজীব।
নাটকটিতে দেখা যাবে, দুষ্টামি ভর করে কয়েকজন দুষ্টু ছেলের মাথায়। তারা এক অভিযানের পরিকল্পনা করেন। তাদের পেছনে লাগে মিষ্টি কয়েকজন মেয়ে। মজার সব ঘটনা ঘটতে থাকে একের পর এক।
মিথিলা ছাড়াও নাটকটিতে দুষ্টু ছেলে ও মিষ্টি মেয়েদের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, ইশতিয়াক আহমেদ রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমুখ।
এনটিভিতে ঈদের দিন সন্ধ্যা সোয়া ৬টা থেকে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘দুষ্টু ছেলের দল’ প্রচার হবে।