মোঃ আল আমিন, ষ্টাফ রিপোর্টারঃ
লোহাগাড়া থানার মামলা নং-৩১, তারিখ-২০/০৫/২০২০খ্রি: ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (খ)/৩৮ মূলে এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ২০/০৫/২০২০খ্রি: সকাল ১১.০৫ টায় লোহাগাড়া থানাধীন চুনতি মিডওয়ে রেস্টুরেন্টের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবাসহ আসামী ১। অনিস দাস (২৭), পিতা-মৃত নিপিন্দ্র চন্দ্র দাস, মাতা-অঞ্জলী রানী দে, সাং-দক্ষিন রায়শ্রি, ওয়ার্ড নং-০১, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর, আসামী ২। মোঃ সোহাগ (২৮), পিতা-আবুল হোসেন, মাতা-মনোয়ারা বেগম, সাং-নয়নতলা, ০৪নং ওয়ার্ড, থানা-বরুড়া, আসামী ৩। মোঃ মহসিন (২৭), পিতা-আব্দু ছাত্তার, মাতা-মৃত আমেনা, সাং-কামেড্ডা, ভূইয়া বাড়ী, ০৪নং ওয়ার্ড, থানা-বরুড়া, আসামী ৪। মোঃ হালিম (৩৭), পিতা-মৃত মইফুল মিয়া, মাতা-হাছনেআরা বেগম, সাং-মেড্ডা বেপারী বাড়ী, ওয়ার্ড নং-০৬, ঝলম, থানা-বরুড়া, আসামী ৫। মোঃ সাইফুল ইসলাম (২৫), পিতা-সিরাজুর ইসলাম, মাতা-জহুরা বেগম, সাং-শশাইয়া, ওয়ার্ড নং-০৭, ঝলম, থানা- বরুড়া, আসামী ৬। মোঃ আমিন ইসলাম (২৭), পিতা-শফিউল্লাহ, সাং-পাঠান পাড়া, ওয়ার্ড নং-০৩, থানা-বরুড়া, জেলা-কুমিল্লাদের’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।