নিজস্ব প্রতিবেদক:
এ কেমন মা, নিজের মেয়েকে নাটকীয়ভাবে তুলে দিয়েছেন ধর্ষকদের হাতে? টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক তরুণী ধর্ষণের ঘটনায় এ প্রশ্ন এখন সবার মুখে মুখে। পুলিশ সেই বিকৃত রুচির মাকে গ্রেফতার করেছে। সেসঙ্গে গ্রেফতার করেছে দুই ধর্ষককে। সোমবার উপজেলার পৌরশহরে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার ওই তরুণী তার মাসহ পাঁচজনের নামে মামলা করেন। গ্রেফতাররা হলেন ওই তরুণীর মা, আমজাদ হোসেনের ছেলে আবদুল কাদের ও মজিবর রহমানের ছেলে আবদুর রহমান। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতারের পর বুধবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
ওই তরুণী পৌরশহরে স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকেন। গত সোমবার রাত ১০টার দিকে ওই তরুণীকে তার মা ফোনে গুরুত্বপূর্ণ কাজ আছে বলে সখীপুর-বাটাজোর সড়কের কীর্ত্তণখোলা লোহার ব্রিজের কাছে আসতে বলেন। সেখানে আসার পরপরই একটি মোটরসাইকেলে করে মাস্ক পরা দুই ব্যক্তি তাকে জোর করে তুলে নিয়ে যায়। এ সময় তার মা কোনো বাধা দেননি। পরে অজ্ঞাতস্থানে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে চিনতে পারেন ওই তরুণী।
এ বিষয়ে সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবীর বলেন, মামলা হওয়ার পরই তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বুধবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। ধর্ষিতাকে বুধবার ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।