মোঃ আল আমিন, ষ্টাফ রিপোর্টারঃ
আজ ২১ মে ৩৫ নং বকসির হাট ওয়ার্ড এলাকায় ইউএনডিপি ও ইউকে এইড পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের’ আওতায় কোভিড-১৯ দুর্যোগকালীন জরুরী খাদ্য সহায়তায় ২,২৭৬ জনের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এই কার্যক্রম উদ্বোধন করেছেন। কার্যক্রমের আওতায় মোবাইল একাউন্টের মাধ্যমে নগরের ১৮টি ওয়ার্ড এলাকার ২০,১৪৮ জনের প্রত্যেককে ১৫০০ টাকা করে মোট ৩ কোটি ২ লাখ ২২ হাজার টাকা প্রদান করা হয়।
মেয়র বলেন, করোনা দুর্যোগকালীন সময়ে সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগরের ৩ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ধারাবাহিক ভাবে এই কার্যক্রম অব্যাহত থাকবে। তাছাড়া ১০ টাকা কেজি চাল ক্রয় কার্যক্রমের আওতায় ১৯ হাজার ২’শ জনের মাঝে ওএমএস কার্ড বিতরণ করা হয়েছে। দুর্যোগ সময়ে মায়েদেরকে মাঝে ৪ হাজার শিশু খাদ্য প্রদান করা হয়েছে। সরকারের সহায়তা কার্যক্রমের আওতায় এই নগরের ৮০ হাজার জন মানুষকে ২৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা কার্যক্রমও বাস্তবায়িত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর হাজী নুরুল হক, শৈবাল দাশ সুমন, প্রকল্পের টাউন ম্যানেজার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. সাইফুর রহমান চৌধুরী, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, টাউন ফেডারেশন চেয়ারপার্সন কোহিনুর আক্তার বক্তব্য রাখেন।