আব্দুল করিম,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
নিট শিল্প রপ্তানিকারকদের বৃহৎ সংগঠন বিকেএমইএ’র তৃতীয় সহ- সভাপতি ও ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গাওহার সিরাজ জামিলের মাতা রুবি বেগম আর নেই।বুধবার (২০ মে) রাতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রাতেই তাঁর নামাজে জানাজা শেষে নগরীর গরীবুল্লাহ শাহ মাজার কবরস্থানে দাফন করা হয়।রুবি বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান এমপি, পরিচালক রাজীব দাশ সুজয়, মোহাম্মদ হাসান, মির্জা মো. আকবর আলী চৌধুরী, আহমেদ নুর ফয়সাল, বিকেএমইএ, চট্টগ্রামের সিনিয়র যুগ্ম সচিব মো. আলতাফ উদ্দিন এবং চট্টগ্রাম এলিট ক্লাব লিমিটেডের সভাপতি আমানুল্লাহ আল ছগীর ছুট্টু।
পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।