রিয়াজ উদ্দিন রুবেল,সুবর্ণচর উপজেলা প্রতিনিধিঃ
সুবর্ণচর উপজেলায় নতুন করে আজ আরো ৩ জনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত তিন জনের মধ্যে ২ জন পুরুষ ১ জন মহিলা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়।
আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন পুরুষ চর ক্লার্ক ইউনিয়নের ইসলামপুর মার্কেটের ব্যবসায়ী ও ১ জন মহিলা চর জব্বর ইউনিয়নের বাসিন্ধা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় চর জব্বর ইউনিয়নের মহিলাটি নারায়নগঞ্জ থেকে চর জুবলী ইউনিয়নে নানার বাড়ি বেড়াতে এসেছে, তিনি বাজারে এসে শপিং করেছেন বলেও জানানো হয়। এছাড়া চর ক্লার্ক ইউনিয়নের ২ জন পুরুষ ব্যবসার কাজে নোয়াখালীর চৌমুহনী বাজার থেকে মালামাল কিনে এনেছেন। যার ফলে তারা চৌমুহনী থেকে করোনা জীবাণু বহন করে নিয়ে আসে। করোনা পরিক্ষায় তাদের ৩ জনের ফলাফল পজেটিভ আসে।
এর আগে গত ১৫ মে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন সেবিকা ও গত ১৯ মে একই স্বাস্থ্য কেন্দ্রের ৩ জন ডাক্তার ও ১ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮ জন।