মোঃ আলী হাসান, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের আঞ্চলিক স্বেচ্ছাসেবী ” হাঙ্গে চারমাথা” সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাস (কোভিট-১৯) এর কারণে অসহায় হয়ে পড়া ১০৫টি পরিবারে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
কয়েক দিন বাদেই ঈদ । কিন্তু অন্য বছরের ন্যায় এ বছর ঈদের আমেজ নেই। চার দিকে শঙ্কা। করোনার কারণে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে অনেক পরিবার।
মানবেতর জীবনযাপন করছে এমন পরিবারগুলোতে হাঙ্গে চারমাথা সংগঠনের সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে জয়পুরহাট জেলার জামালগঞ্জ এলাকার কয়েকটি গ্রামে ১০৫ টি পরিবারে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে-
চাল, ডাল, আলু, লবণ, সেমাই,
চিনি, গুঁড়া দুধ, বাদাম, কিচমিস ও সাবান।
আজ বুধবারর (২০ মে) জয়পুরহাট জেলার জামালগঞ্জ এলাকার কয়েকটি গ্রামে ১০৫ টি পরিবারে হাঙ্গে চারমাথা সংগঠনের সদস্যরা ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পূর্ন করে।