মো: শাহাদত হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মনোয়ারুল ইসলাম মনির (৪৫) নামে এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরের দিকে নিজ বাড়ীতে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মনোয়ারুল ইসলাম মনির সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের লোকমান হোসেনের ছেলে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম হীরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পোশাক শ্রমিক মনোয়ারুল ইসলাম মনির ঢাকা থেকে আসার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
গত ১৭ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে তার মৃত্যু হয়। পরিবার ও এলাকায় মানুষ দাফনে এগিয়ে না আসায় সদর থানা পুলিশের সহায়তায় তার দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
Please follow and like us: