ডেস্ক নিউজ:
ভারতীয় বাংলা চ্যানেলের রিয়্যালিটি শো থেকে উঠে আসা গায়ক মাঈনুল আহসান নোবেল ইতিমধ্যে নানা বিতর্কের জন্ম দিয়েছেন। এবার দেশি সংগীতশিল্পীদের কটাক্ষ করে সমালোচনার মুখে পড়েছেন।
মঙ্গলবার দুপুর নোবেল ফেইসবুকে এক পোস্টে লেখেন, “দু-বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালোবাসা নিয়ে। দু-বছরে ফ্লপ/হিট গানের সংখ্যা দুই।
তোমার মনের ভেতর – অনুপম রায় (National Award winner) আগুনপাখি – শান্তনু মৈত্র (National Award winner)। তোমাদের লেজেন্ড গত দশ বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট রিলিজ করেছে কমেন্টস্ সেকশানে জানাও। ”
এরপরই বলেন, “থুক্কু বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়। ”
Please follow and like us: