নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানে ১৮০০শত পিস ইয়াবা ট্যাবলেট সহ খায়ের আহমদ নামে এক ব্যাক্তিকে গ্রেফতার গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পটিয়া থানায় মামলা নং-১৯, তারিখ-১৯/০৫/২০২০ইং,
রুজু হয়েছে। এ মামলার
ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক) তৎসহ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করিয়া বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ সালের ১৪।
মামলা এজাহার সুএে জানাগেছে, গোপন সংবাদের ওসির মোঃ বোরহান উদ্দিনের নিদের্শে থানার এসআই মোঃ সাখাওয়াত হোসেন ও এএসআই মিনহাজুল হক সঙ্গীয় ফোর্সেসহ ১৯ মে ১৯.৪০ ঘটিকার সময় পটিয়া থানার মোড় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে আল মদিনা হোটেলের সামনে হইতে ১৮০০/- (এক হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী খায়ের হোসেন (৫০), পিতা- মৃত আজিজুর রহমান, সাং- বুড়া সিকদার পাড়া, থানা- মংডু, জেলা- আকিয়াব, দেশ- মায়ানমার, বর্তমানে- সাং- কুতুপালং, ক্যাম্প সি, ৯নং পাহাড়, মাঝি- আব্দুল্লাহ, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।