জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
ভোলা চরফ্যাশনে মাদ্রাজ ইউনিয়নের দাশেরহাট বাজার সংলগ্ন স্থানে নুর আইসক্রিম নামে একটি আইচক্রিম ফ্যাক্টরীলকডাউন অমান্য করে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি করছে আইসক্রিম।যেখানে করোনা ভাইরাস মহামারীতে থমথমে পুরো দেশ সেখানে সমস্ত বাধা বিপত্তি ও সরকারি নির্দেশনা অমান্য করে বিশাক্ত ক্যামিকেল মিশ্রণ ঘটিয়ে মানুষের শারীরিক ক্ষতিতে ব্যাস্ত নুর আইচক্রিম ফ্যাক্টরির মালিক।
করোনা ভাইরাস সংক্রমন ও মৃত্যুুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই দুষ্টু ভাইরাস প্রতিনিয়ত প্রান কেড়ে নিচ্ছে আমাদের প্রিয়জনদেন।ঠান্ডা পানি,ঠান্ডা আইসক্রিম,যেকোনো প্রকার ঠান্ডা খাবার করোনাভাইরাস মহামারিতে আমাদের জন্য ক্ষতিকারক।বিশেষজ্ঞদের নির্দেশনা যতটা সম্বব ঠান্ডা এরিয়ে চলতে হবে।কিন্তু এই আইচক্রিম ফ্যাক্টরি থেকে আইচক্রিমগুলো ছড়িয়ে পড়ছে পুরো চরফ্যাশনের ভিবিন্ন এলাকায়,বিক্রি হচ্ছে মহল্লায় মহল্লায় ছোট বড় সব দোকানেই।
এলাকাবাসীর মতামত,এই আইসক্রিমগুলো ক্ষতিকর ক্যামিকেল দিয়ে তৈরি করে এই করোনাভাইরাস মহামারি অবস্থায় ভিবিন্ন দোকানে বিক্রি করা হচ্ছে। যা আমাদের বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর।এই ফ্যাক্টরি বন্ধ করার জন্য প্রশাসনের তীব্র দৃষ্টি আকর্ষন করেছেন সকলে।