সাহেদুজ্জামান সাকিব
হয়তো তুমি ভাবছো বসে, আজকে না হয় ঈদ-শপিং টা করেই আসি, সবাই যখন যাচ্ছে, তবে আমার গেলে দোষ এমন কি! পাশের বাড়ির রুজিনার মা’র সব কেনা শেষ এইনা দেখে বউটা আমার রেগেছে আজ বেশ! আমার তো আর টাকা-কড়ি সামান্য নয়, ঈদের দিনে নতুন কাপড় পরবো না! তা কি করে হয়? মুখে একটা মাস্ক লাগিয়ে বাজারে গিয়ে, চুপিসারে করবো শপিং বউকে নিয়ে। বলি কি ভাই, মরে যাওয়ার শখ কি তোমার খুব হয়েছে? তবে যাও- ঈদের কাপড় কেনার সাথে সাথে কাফনের কাপড়টাও কিনে নাও! ঝুঁকি নিয়ে নিয়ে শপিং করা খুব যখন শখ, বুঝবে তখন কেমন মজা করোনা একবার হোক। একটা ঈদে নতুন কাপড় না-ই পড়ো খুব বেশি কি কষ্ট হবে,বলোতো ভাই? ভেবেছো কি তাদের কথা যাদের ঘরে নিত্যদিনের খাবারটাও নাই! পৃথিবীটা সুস্থ হলে, নতুন কাপড় কেনার অনেক সময় পাবে দেখবে তখন, সবাই মিলে শপিং কত মজার হবে! এখন একটু কষ্ট করে ঘরেই থাকো, সুদিন আবার আসবে ফিরে জেনে রাখো।