মনির আসলামী, ভোলা:
ভোলা, তজুমুদ্দিন লালমোহন ও চরফ্যাসন উপজেলায় ঘূর্ণিঝড় আম্ফানের কবল থেকে মানুষকে সচেতন করতে ও ক্ষয়ক্ষতির পরিমান কমাতে সমাজের সামগ্রিক উন্নয়ন মূলক সংগঠন জলবায়ু ফোরামের সদস্যরা নিজনিজ এলাকায় জনসচেতনতামূলক প্রচারাভিযান চালায়।
এ প্রচারাভিযানের মূল উদ্দেশ্য, মানুষ যেন আগে থেকেই নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকতে পারে, সচেতন হতে পারে, পাশাপাশি আসবাবপত্র, শুকনা খাবার, দরকারী কাগজপত্র সংরক্ষন করতে পারে।
কোষ্টট্রাষ্টের সহকারী পরিচালক ও ভোলার টিমলিডার রাশেদা বেগম জানান যে, সকল দুর্যোগে সংগঠনের সেচ্ছাসেবীরা সব সময় প্রস্তুত থাকবে। যতটা সম্ভব সেবা দিয়ে মানুষের পাশে থাকবে। এই দুর্যোগ মোকাবেলা করতে আমাদের সকলকে সচেতন হতে হবে। সবাই আশ্রয় কেন্দ্র যাওয়ার পর সমাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মহান আল্লাহর রহমতে সকলের সমন্বয়ে করোনা ভাইরাসের পাশাপাশি এই দৃর্যোগ কাটিয়ে উঠতে পারবো বলে আমরা আশাকরি।
বিশেষ করে চরফ্যাসন উপজেলা জলবায়ু ফোরাম ও যুব -জলবায়ু নেটওয়ার্ক এর সকল সদস্যদের কে নিজনিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব দ্বায়িত্ব পালন করতে অনুরোধ করেছেন, ফোরামের শীর্ষনেতা সাংবাদিক আবু সিদ্দিক।
আজথেকে ঘূর্ণিঝড় আম্ফান শেষ না হওয়া পর্যান্ত ভোলা,চরফ্যাসনে সচেতনতামূলক প্রচার চলবে।