মনির আসলামী,ভোলা:
মহাবিপদ সংকেত ঘোষণার সাথে সাথে উপকূল এলাকায় গুলিতে সিপিপি সকল টিম সার্বিক ভাবে সকল ব্যাবস্তা গ্রহন করছে।
ভোলার চরফ্যাসনের সিপিপির সহকারী পরিচালক, জনাব মোঃ মোকাম্মেল হক জানান ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় আমাদের সকল প্রস্হতি সম্পন্ন।
তিনি বলেন, উপকুলে জলোচ্ছ্বাস ও গাছ ভেঙ্গে পড়া, টিনের তৈরী ঘরের চাল উড়িয়ে নিয়ে যাওয়া।এ কারণে মৃত্য ঘটে বেশী।
উপকুলের জেলা গুলিতে, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগে রহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার উপকুল, চর ও দ্বীপ সমুয়ের জনগণকে অনুরোধ জানাচ্ছি দ্রুত আশ্রয়কেন্দ্র বা নিরাপদ আশ্রয়ে চলে যেতে।
বিশেষ করে ভোলা এর চরান্চলের এলাকাগুলো বেশি ঝুকিপূর্ণ। চরফ্যাসনের, ঢালচর, কুকরী মুকরী, মজীব নগর সহ নিচু এলাকাতে আমাদের স্বেচ্ছাসেবক রয়েছে, ইতিমধ্যে তাদেরকে সকল নিদর্শনা দেওয়া হয়েছে।
এছাড়াও বয়স্ক ও শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে দ্রত সরিয়ে নিতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় আম্পান মনে হচ্ছে বড় ধরনের বিপদ হতে চলেছে, তাই আমাদের সতর্কতা বেশি অবলম্বন করেছি।