মনির আসলামী,ভোলা থেকে:
১২নং কুকরী মুকরী ইউনিয়নের সর্ব-সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল দিয়ে সিডর থেকে শক্তিশালী অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্ফান বয়ে যেতে পারে। ইতিমধ্যে ভোলা জেলাকে ৭ নম্বর বিপদ দেখিয়ে যেতে বলা হয়েছে।
৪ থেকে ৫ ফুট উচ্চতায় জলোচ্ছাসে চরফ্যাসনের চর কুকরী মুকরীসহ নিম্মঅন্চল প্লাবিত হতে পারে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকলকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করা গেল।
এছাড়াও মহামারি করোনা ভাইরাসের সংক্রমন রোধের লক্ষে অত্র ইউনিয়নের অন্যত্র বসবাসকারী কোন ব্যক্তি ঘূনিঝড় ও ঈদুল ফিতর কে সামনে রেখে বাড়ী আসতে পারবেনা এবং কাউকে বাড়িতে আশার জন্য উৎসাহিত করতে পারবেনা। সবাই যারযার অবস্থান থেকে সচেতন থাকতে হবে।
নির্দেশক্রমে
আবুল হাসেম মহাজন
চেয়ারম্যান
১২ নং কুকরী মুকরী ইউনিয়নপরিষদ,চরফ্যাশন-ভোলা।