ডেস্ক নিউজ:
করোনা ধাক্কা সামলে উঠতে না উঠতেই চীনের ইউনান প্রদেশ কেঁপে উঠল জোরালো ভূমিকম্পে। সোমবার রাতে দক্ষিণ-পশ্চিম প্রদেশটিতে ভূমিকম্পে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন।
গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ রিখটার স্কেল। ভেঙে পড়ার ধ্বংসস্তুপের নিচে আরও কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।
মাটি থেকে আট কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উত্সস্থল। কুইজিং সিটি, হুইজে কাউন্টি, ঝাওটোং, জুয়ানেই এবং চুজিয়ং শহরে কম্পন অনুভূত হয়েছে।
গত বছর চিনের সিচুয়ানে ৫.৪ রিখটার স্কেলে এক ভূমিকম্পে মৃত্যু হয়েছিল অন্তত ৩১ জনের।
Please follow and like us: