নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ
বগুড়া শজিমেকে ১৯ মে মঙ্গলবার ১৮৮ জন ব্যক্তির করোনা টেস্ট করা হয়েছে। ফলাফলে বগুড়ায় নতুন করে আরও ৭জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
এদের ৪জন শেরপুরের, ২জন সদরের আর একজন শাজাহানপুরের।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা, মোস্তাফিজুর রহমান তুহিন রাতে সাংবাদিকদের জানিয়েছেন,
শেরপুরের ৪জনের মধ্যে শেরপুর হাসপাতাল রোডের বাসিন্দা দুইজন। এদের একজন কৃষক অপরজন ফার্মেসির মালিক। তারা স্থানীয় ভাবে আক্রান্ত হয়েছেন। চান্দাইকোনা বগুড়া বাজারের এক এনজিও কর্মী।তিনি সম্প্রীতি ঢাকা থেকে বগুড়ায় এসেছেম।আরেকজন ব্যক্তি যার হিস্ট্রি এখনো পাওয়া যায়নি।
এদিকে বগুড়া সদরের দুইজনের মধ্যে রহমাননগরের এক শিক্ষার্থী। এসএসসি পরীক্ষা দিয়েছে। তিনি ঢাকা থেকে বগুড়ায় এসেছেন। অপরজন বগুড়া সদরের গোকুলের এক ফার্নিচার দোকানের কর্মী। তিনি চট্রগ্রাম থেকে গত কয়েকদিন আগে বগুড়ায় এসেছেন।
তিনি ঢাকার ধামরাই তে ফার্মাসিটিক্যালে চাকরি করেন। তিনিও গত কয়েক দিন আগে বগুড়ায় এসেছেন।
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৯৫জন। এদের মধ্যে ১৪জন সুস্থ হওয়ায় এখন রইলো ৮১জন।