এ আই রবি, ব্যুরো প্রধান রাজশাহী:
রাজশাহীর বাঘায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পোশাকের দোকান খোলার অপরাধে এক প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
করোনাভাইরাসের কারনে দীর্ঘদিন থেকে ওষুধের দোকান ও খাদ্যসামগ্রী বাদে সকল দোকানপাট বন্ধ ছিল।
গত ১০ মে থেকে ব্যবসায়ীদের অনুরোধে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রীর দোকানের পাশাপাশি পোশাকের দোকান খোলার অনুমতি আসে। সেই দোকান খোলার অনুমিত পেয়ে করোনা পরিস্থিতির মধ্যে উপজেলায় জমে উঠেছিল ঈদবাজার। এতে ব্যবসায়ী ও ক্রেতারা উভয়ে বেপরোয়া হয়ে উঠে। এদিকে করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে আবারও-দোকানপাট বন্ধের সিদ্ধান্ধ হয়। এক পর্যায়ে জেলা প্রশাসনের নির্দেশনাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূনরায় দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
এটি বাস্তবায়ন করতে মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। ফলে বন্ধ হয়ে গেছে সব মার্কেট।
এই বন্ধের নির্দেশ অমান্য করে বাঘা বাজারের বসন অভিজাত কাপড় দোকানের মালিক সাইফুল ইসলাম দোকান ঘুলে ব্যবসা করছিল।
এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় দোকান মালিক প্রশাসনের উপস্থিত টের পেয়ে দোকান খোলা রেখে আত্মগোপন করে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোকান সিলগালা করে দেয়া হয়।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, গত কয়েক দিন দোকানপাট খোলার কারণে করোনার সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে গিয়েছিল। দোকান খোলার পর সামাজিক দূরত্ব মানা হচ্চিল না এবং জনসমাগম ঠেকানো যাচ্ছিল না বলে জনস্বার্থে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কৃষিপণ্য, কাঁচাবাজার, ওষুধ, জরুরি সেবা ও খাবারের দোকান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।