মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
বর্তমান করোনা পরিস্থিতিতে শহরের বিভিন্ন মেস ও ছাত্র-ছাত্রী নিবাসগুলোতে শিক্ষার্থীদের ভাড়া মওকুফের জন্য বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা ৷
সোমবার ১৮ই মে উপজেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলা প্রশাসক খায়রুল আলম সুমনের হাতে এ স্মারকলিপি পেশ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা জানান, করোনা পরিস্থিতির কারণে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর অবস্থা খারাপ। চলমান লক ডাউন ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারনে গ্রামের শিক্ষার্থীরা ফিরে গেছেন বাড়িতে। তাই বেশিরভাগ ম্যাস, ছাত্র-ছাত্রী নিবাসগুলো ফাঁকা। এমন সময় শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া নেওয়াটা অমানবিক উল্লেখ করে শিক্ষার্থীদের ম্যাস-ছাত্র-ছাত্রী নিবাসের ভাড়া মওকুফের দাবি জানানো হয় স্মারকলিপির মাধ্যমে।