হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের রোয়াংছড়িতে সুপার সাইক্লোন আম্পান আঘাত থেকে রক্ষা পেতে নিকটস্থ আশ্রয় কেন্দ্র যেতে রেডক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে রোয়াংছড়ি উপজেলা বিভিন্ন এলাকায় ঘুরে মাইকিং করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২০) বেলা আড়াইটার দিকে মাইকিং করা সময় উমংনু মারমা ও অংসিংউ মারমা বলেন সুপার সাইক্লোন নামে শক্তিশালী ঘুর্ণিঝড় বাংলাদেশের প্রবেশ করে উপকূলীয় এলাকায় প্রচন্ড বেগে ধেয়ে আসছে বলে উধ্বর্তন কর্তৃক পক্ষ থেকে জানিয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগ থেকে সাধারণ জনগণের জানমাল রক্ষার্থে পূর্বে প্রস্তুতিমূলক ও গণসচেতনতা হিসেবে এ তথ্য পৌঁছে দিচ্ছে। এর পাশাপাশি নির্দিষ্ট ও নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যেতে রেডক্রিসেন্ট এর পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
Please follow and like us: