সজীব কুমার পাল: স্টাফ রিপোর্টার: সময়ের সংবাদ:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা বাজারে স্বাস্থ্য বিধি মানছে না কেউ ।নেই প্রশাসনের তৎপরতা। এই বাজারে লকডাউন এর চিত্র অন্যরকম। লকডাউন মানছে না কেউ।
বাজারে করোনার ঝুঁকি নিয়ে দোকানপাটে চলছে ঈদের কেনাকাটা। বাজারে লোক সমাগম হচ্ছে প্রচুর। বাজারের সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকে সকল দোকানপাট। সুযোগ পেয়ে ঈদের কেনাকাটা শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। ভিড় জমছে দোকানগুলোতে।
নিত্যপ্রয়োজনীয় থেকে সকল দোকানগুলোতে রয়েছে উপচেপড়া ভিড়। বর্তমান বাংলাদেশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে করোনাভাইরাস। যার কারনে বর্তমানে বাজারটি রয়েছে ঝুঁকির মধ্যে।
সারাদিন মাস্ক ছাড়া এই বাজারে ঘোরাঘুরি করছে সবাই। সামাজিক দূরত্ব মানছে না কেউ। বাজারে অলিগলিতে মানুষের ঢল।
এমন পরিস্থিতি থাকলে করোনাভাইরাস যুদ্ধে মোকাবেলা করা সম্ভব নয়। তাই ভাঙ্গুরা উপজেলা প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করার জন্য সুদৃষ্টি কামনা করছি।