মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলার মানুষের প্রান সে যে ভোলার মুকুল
তোমায় দেখে দুর্নীতিবাজেরা হারাল তাদের দু”কূল।
তোমায় আদর করে সবাই কেন ভোলার মুকুল বলে জান?
তাহলে তুমি এইবার তাদের কাছ থেকেই শোন।
ভোলা জেলার সাগর, নদী আর পাখপাখালি
ঝর্ণাধারা সবাই বলে একই সুরে মুকুল আছে এই প্রকৃতির ভূমি জলে-স্থলে।
ভোলা জেলার আকাশ বলে চন্দ্র,সূর্য, তারায়
ভোলাবাসীর শ্রেষ্ঠ সন্তান মুকুল যেন বুক উচিয়ে দাঁড়ায়।
বোরহানউদ্দিনের সবুজ-শ্যামল মাঠের শস্য-ফুলে মুকুল যেন বীরের বেশে ওঠে দুলে দুলে।
ইতিহাসের পাতা বলে দেখো সবাই চেয়ে,
মুকুল আছে চিরভাস্বর,সোনার নৌকা বেয়ে।
আকাশে বাতাসে সবাই যানে ভোলা ২আসনের
জনতার মনের মনের মানুষ সে যে একজন
কবি ও জানে ভাই তার অপর নাম যেন মুকুল
নঅন্যজন।
মুকুল তুমি সবার প্রিয় কেন জান?
তুমিতো প্রতিটি মূহুর্তে তোমার কৃতকর্মের মাধ্যমে অর্জন করেছো জনগনের অবিরাম ভালোবাসা।
তাইতো সমালোচনা করে ও দুশমন হঠাতে পারবে না মুকুল তোমার ভোলা ২আসনের উন্নয়নের আশা।
অবহেলিত,অসহায়,নির্যাতিত মানুষের জন্য গেয়েছো মুকুল তুমি সাম্যর গান,
তাইতো ভোলা ২ আসনের জনগন দলমত নির্বিশেষে গাইছে তোমার জয়গান।
মুকুল জনতা আজ বার বার কি বলে তুমি তা জান?জনতা আজ একই সুরে বার বার বলে ভোলা ২আসনের মাটি মুকুল তোমার নেতৃত্বদানের একমাত্র ঘাটি।
মুকুল তুমি আছো, মুকুল তুমি রবে
বোরহানউদ্দিন -দৌলাতখান সহ সারা বাংলার প্রানে
মুকুল তুমি রবে অনন্তকাল ভোলার জয়গানে।