রণিকা বসু (মাধুরী)
গরম ভাতে বিড়াল নাখোশ
উচিত কথায় ফ্রেন্ড,
এ জগতে উচিত কথা
একেবারেই ব্যান্ড।
উচিত কথা বলতে মানা
অপরাধ হয় মস্ত
বললে উচিত পদে পদে
হবে অপদস্থ।
এই পৃথিবী অনুচিতের
বলতে পারো স্বর্গ
তোয়াজ করে বাঁচতে শেখো
পাবে খ্যাতির অর্ঘ্য।
সবার সঙ্গে থাকতে ভালো
তোয়াজ করো রপ্ত
নইলে তোমার জীবনটাই
হবে গরম-তপ্ত।
তোয়াজ করো অফিস গিয়ে
তোমার বড় বসকে
দেখবে তবেই প্রমোশনটা
যাবে না হাত ফসকে।
জোহু-কুমের দলে ভিড়ে
গেলে নেতার সামনে
সব কিছুতেই নেতা তখন
দেখবে তোমার নাম নে।
পুবকে যদি নেতা বলে
এটাই পশ্চিম দিক
সঙ্গে সঙ্গে তুমিও বলো
যা বলেছেন ঠিক।
উচিত মানে সত্য কথা
কেউ বলে না আজ
বললে উচিত আকাশ ভেঙে
পড়ে মাথায় বাজ।
Please follow and like us: