গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে প্রথমবারের মতো ২জন করোনা ভাইরাস (কোভিড-১৯) পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। (১৯ মে) মঙ্গলবার সকাল ১১ টার দিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মো. জামাল মিয়া শোভন জানান, বগুড়ায় পাঠানো নমুনার মধ্যে আজ (মঙ্গলবার) ২ জনের করোনা পজিটিভ এসেছে। তারা হচ্ছেন, উপজেলার কাস্তা গ্রামের বেলাল হোসেনের ছেলে ফিরোজ মাহমুদ (২৮) ও চৌড়া গ্রামের মাজেদ আলীর ছেলে রাসেল রানা (২৬)।
এদিকে করোনা আক্রান্তরা কি অবস্থায় আছে তা জানতে তাদের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হয়েছে। একই সাথে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
Please follow and like us: