শরিফ, নিজস্ব প্রতিবেদক,ভাঙ্গুড়া (পাবনা), সময়ের সংবাদঃ
ঈদের আনন্দ ভাগাভাগি করতে পাবনা জেলার ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে একটি সামাজিক সংগঠন। উপজেলার চন্ডিপুর বাজার এলাকায় চন্ডিপুর বাজার ইসলামী সমাজ কল্যান পরিষদ নামের প্রতিষ্ঠানটি এই আয়োজন করে। ঈদ সামগ্রী বিতরণের পাশাপাশি দুস্থদের মাঝে হাত ধৌত করার জন্য সাবানও বিরতণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চন্ডিপুর বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্য বৃন্দ।
জানা গেছে, খানমরিচ ইউনিয়ন এর বিভিন্ন এলাকার পেশাজীবীরা মিলে ২০০৯ সালে একটি সামাজিক উন্নয়ন সংগঠন গড়ে তোলেন। প্রতিষ্ঠার পর থেকে সমাজের অবহেলিত মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছর ঈদুল ফিতরের আনন্দ অসহায় দুস্থদের সাথে ভাগাভাগি করে দিতে প্রায় ২০০ পরিবারের মাঝে,যারা এবারের ঈদে একটু সেমাই কিনে খেতে সক্ষম নয়, এদের চাল, ডাল, তেল, সেমাই, দুধ, চিনি, লবন, সাবান তাদের হাতে তুলে দেয়া হয়।
Please follow and like us: