এ আই রবি, রাজশাহী ব্যুরো প্রধান:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকায় ভেজাল গুড় তৈরির কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেছেন। অভিযানে ৭টি কারখানায় আড়াই হাজার কেজি ভেজাল গুড়সহ তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজা উপজেলার আড়ানী খোর্দ্দবাউসা, দিয়াড়পাড়া, সাহাপুর, চকরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেটের উপস্থিত টের পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা গুড় তৈরির উপকরণ ফেলে পালিয়ে যায়। এ সময় আড়াই হাজার কেজি তৈরিকৃত গুড় ও তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে।
নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, আখ মৌসুমের শেষে কিছু কারখানার মালিকরা অধিক মুনাফা লাভের আশায় চিনি, চুন, ফিটকিরি, হাইড্রোজ ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে হাট-বাজারে বিক্রি করছে। সেই সাথে গুড়ের রং উজ্জ্বল করতে মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল। এমন অভিযোগে পেয়ে বিশেষ অভিযান চালানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আক্তারুজ্জামান বলেন, ভেজাল গুড় খেলে ক্যান্সার ও কিডনি ড্যামেজ হয়ে যায়। এছাড়া ভেজাল গুড় মানবদেহের জন্য ব্যাপক ক্ষতি করে।