নিজস্ব প্রতিনিধি:
১৮ই মে সোমবার ফেনী জেলারদাগনভূঞায় ৭নং মাতুভূঞা ইউনিয়নে প্রথম এক করোনা রোগী সনাক্ত হয়।
আক্রান্ত ব্যক্তিটি ৭নং মাতুভূঞা ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড এর মমারিজপুর গ্রামের জয়নাল মিয়ার নতুন বাড়ির মহিউদ্দিন (৫৫)।
মোমারিজপুরের সনাক্ত করোনা রোগীটির বাড়িটি আজ সন্ধ্যায় লকডাউন করেন ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ রুবাইয়াত বিন করিম।
এই বিষয়টি নিশ্চিত করেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মেজবাহ উদ্দিন ।
এই সময় তারা জনসাধারণ সবাইকে বলে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে একজন অন্য জন থেকে ৩ ফুট দুরত্ব বজায় রাখতে, বার বার সাবন দিয়ে হাত ধুতে, সবাইকে সচেতন থাকতে বলেন।
উল্লেখ্য গত ১৩ই মে তার নমুনা সংগ্রহ করে AMUMC এ প্রেরণ করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং আজ প্রাপ্ত ফলাফলে তার করোনা ধরা পড়ে।
Please follow and like us: