মাহফুজ রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলায় সরাসরি কৃষকদের কাছ থেকে খাদ্য গুদামে ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।এ উপজেলায় এবার চলতি বোরো মওসুমে ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভার জন্য ৩ হাজার ৫ শ ৫৯ মে: টন ধান ক্রয়ের লক্ষ্যে প্রায় ৭ হাজার ২ শ’ ৪৬ জন জমাকৃত কৃষি কার্ডধারী কৃষকের মধ্যে উম্মুক্ত লটারির মাধ্যমে ৩ হাজার ৫ শ ৫৯ জন কৃষক নির্বাচন করা হয়েছে।
সোমবার( ১৮ মে ) দুপুরে লটারী কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফর এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটন সরকার , সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার , উপজেলা খাদ্য কর্মকর্তা নাজমুল করিম , ওসিএলএসডি সুজন চন্দ্র মন্ডল , ইউপি চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ , মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা , নজিপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদকি ফরহাদ হোসেন , সাধারণ সম্পাদক সংবাদিক মাসুদ রানা প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: লিটন সরকার বলেন, সকল প্রকার অনিয়মের উর্দ্ধে থেকে প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।